29 April, 2024
29 April, 2024

Hardik Pandya: আইপিএলে নতুন জার্সিতে হার্দিক পান্ডিয়া? মুখ খুললেন অশ্বিন

Ravichandran Ashwin: প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই আইপিএলে হাতেখড়ি হার্দিকের। পরে গুজরাট টাইটান্সে যান। ফের হার্দিকের ঘরে ফেরা নিয়ে তাই আগ্রহ দেখিয়েছেন অশ্বিন।  চোটের কারণে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সবকটি ম্যাচে খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে চোট পান। তারপর থেকে কোনও ম্যাচেই আর তাঁকে পায়নি ভারত। চোটের গুরুতর হওয়ায় চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিস করেছেন। পরবর্তী ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও হয়তো পাওয়া যাবে না তাঁকে।

By Channel 24 Now

নয়াদিল্লি: কান পাতলেই গুঞ্জন। আইপিএলের (IPL 2024)  আগামী মরসুমে গুজরাট টাইটান্স (Gujrat Titans)  ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া? এই নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে হার্দিককে নিয়ে দারুণ মন্তব্য ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। মুম্বইয়ের ভাগ্যে সোনা ফলবে বলে মনে করছেন অশ্বিন। এই বিষয়ে কী বলছেন ভারতের ভরসাযোগ্য স্পিনার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।হার্দিকের দলবদল নিয়ে আসছে নতুন সব আপডেট। সত্যিই কি মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে হার্দিককে? জল্পনার পারদ তুঙ্গে। এই মর্মে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অশ্বিন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন,’যদি এটা সত্যি হয়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্যে সোনা ফলতে চলেছে। তবে সেক্ষেত্রে বিপুল অর্থ ব্যায় করতে হবে। মুম্বই কখনই কোনও ক্রিকেটারদের ছেড়ে দেয় না। এই ফ্র্যাঞ্চাইজি সমসময় এক টিম বজায় রাখতেই পছন্দ করে। হার্দিককে পেলে শক্তিশালী একাদশ তৈরির সুযোগ থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।’

Must Read

Start typing to see posts you are looking for.