28 April, 2024
28 April, 2024

Dolphin: জেলেদের জাল না ছিঁড়েও মাছ চুরি করে খেতে পারে ডলফিন, বুদ্ধি তারিফ করার মতো

New Dolphin Research: ডলফিন খুব বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়। আচ্ছা মনে করা হয় বললে বোধ হয় ভুল বলা হবে। এরা আদতেই আপনার ভাবনার থেকে বহুগুন বেশি বুদ্ধিমান। জানলে অবাক হবেন যে প্রাণীদের মধ্যে ডলফিনের স্মৃতিশক্তি সবচেয়ে বেশি। একথা অনেক ভাবেই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এবার তাঁরা গবেষণা করতে গিয়ে বুঝতে পারলেন, ডলফিন সত্যিই ঠিক কতটা বুদ্ধিমান।

By Channel 24 Now

ডলফিন বা শুশক মাছ, যাই বলুন না কেন, নামটা শুনলেই প্রথমে মাথায় আসে জলের গভীরে লাফালাফি করছে, সাঁতরে বেড়াচ্ছে এক উচ্ছল প্রাণী। এক কথায় যে কি না চতুর মাছ হিসেবেও আখ্যা পেয়েছে। সাধারণত মনে করা হয় ডলফিন মাছের একটি প্রজাতি। তবে তা নয়, বরং ডলফিনকে স্তন্যপায়ী প্রাণীর মধ্যেই গণ্য করা হয়। এদেরকে খুব বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়। আচ্ছা মনে করা হয় বললে বোধ হয় ভুল বলা হবে। এরা আদতেই আপনার ভাবনার থেকে বহুগুন বেশি বুদ্ধিমান। জানলে অবাক হবেন যে প্রাণীদের মধ্যে ডলফিনের স্মৃতিশক্তি সবচেয়ে বেশি। একথা অনেক ভাবেই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এবার তাঁরা গবেষণা করতে গিয়ে বুঝতে পারলেন, ডলফিন সত্যিই ঠিক কতটা বুদ্ধিমান। সেই গবেষণার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।”ভাইরাল হওয়া এই ভিডিয়োটি অস্ট্রেলিয়ার। যেখানে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ডুবো ক্যামেরার সাহায্যে তাদের আচরন ও বুদ্ধিকে বোঝার চেষ্টা করেছেন। ডলফিনের এমন কিছু কর্মকাণ্ড ধরা পড়েছে ডুবো ক্যামেরায়, যা দেখে হতবাক বিজ্ঞানীরাও। পার্থ থেকে 160 কিলোমিটার দূরে বুনবুরি এলাকায় ডলফিন জেলেদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যখনই জেলেরা সমুদ্রে কাঁকড়া ধরার জন্য ছোট ছোট মাছ দিত। তখনই ডলফিন সেই ছোটমাছ খেয়ে নিত। এমনকি বহু দিন ধরে এমনটাই হয়ে আসছে। জেলেদের মতে, যখনই কাঁকড়াকে জালে আটকানোর জন্য একটি ফাঁদে করে মাছ ফেলা হত, তখনই সেই ফাঁদ থেকে মরা মাছ খেয়ে নিত ডলফিন।

Must Read

Start typing to see posts you are looking for.