10 May, 2024
10 May, 2024

IPL 2024, KKR: রিঙ্কু সবার ওপরে, থাকছেন রাসেল-নারিন! সাকিবদের দরজা বন্ধ KKR-এ

IPL 2024, KKR Retention/Release Update: কলকাতার ছেড়ে দেওয়ার লিস্টে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। গত মরসুমে এই দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল সমস্যায় পড়েছিল নাইট রাইডার্স। আইপিএল খেলা নিয়ে নিজেদের দেশের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সাকিব, লিটনরা। শেষ অবধি কেকেআরকে মানা করে দেন সাকিব। লিটন এলেও হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। পারফরম্যান্সও আহামরি নয়। মাঝপথেই ব্যক্তিগত কারণে দেশে ফেরেন লিটন দাস। এই দু-জনকে ছেঁটে ফেলল কেকেআর।

By Channel 24 Now

কলকাতা: আগামী আইপিএলের জন্য কোন প্লেয়ারদের ধরে রাখা হচ্ছে, তালিকা দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নতুন রূপে দল সাজাতে মরিয়া কেকেআর। কিছুদিন আগেই মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই অধিনায়ক ছিলেন গম্ভীর। এরপর থেকে আর ট্রফির মুখ দেখেনি কেকেআর। এ দিন বিকেল ৫টার মধ্যে জানাতে হত, কোন প্লেয়ারদের রাখা হচ্ছে এবং ছেড়ে দেওয়া হচ্ছে। সেই তালিকা জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রিলিজ করা প্লেয়ারদের ১৯ ডিসেম্বর মিনি অকশনে ফের নেওয়ার সুযোগ থাকবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।কলকাতার ছেড়ে দেওয়ার লিস্টে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। গত মরসুমে এই দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল সমস্যায় পড়েছিল নাইট রাইডার্স। আইপিএল খেলা নিয়ে নিজেদের দেশের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সাকিব, লিটনরা। শেষ অবধি কেকেআরকে মানা করে দেন সাকিব। লিটন এলেও হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। পারফরম্যান্সও আহামরি নয়। মাঝপথেই ব্যক্তিগত কারণে দেশে ফেরেন লিটন দাস। এই দু-জনকে ছেঁটে ফেলল কেকেআর। যে পাঁচজন থাকবেই, টিভি নাইন বাংলা লিখেছিল। তাঁরা অবশ্যই রয়েছেন।

Must Read

Start typing to see posts you are looking for.