29 April, 2024
29 April, 2024

Shardul Thakur: শার্দূলকে ছেড়ে দিচ্ছে কেকেআর, ভাগ্য সঙ্গ দিল পৃথ্বীর

Shardul Thakur: ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে শার্দূলকে কিনেছিল কেকেআর। যা আইপিএলের ইতিহাসে বেশ ব্যয়বহুল অঙ্ক। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন তিনি। মাঝে দিল্লি ক্যাপিটালসে যান। .তারপর ২০২৩ সালে যোগ দেন কেকেআরে। তবে কেকেআরের জার্সিতে জ্বলে উঠতে পারেননি শার্দূল। গোটা সংস্করণে ১১ ইনিংসে মাত্র ১১৩ রান এসেছে তাঁর ব্যাটে। এবং হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন মাত্র একটি। এক কথায় শার্দূলের পারফরম্যান্স হতাশাজনক। তাই এবার পকেট ভারী করতে শার্দূলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

By Channel 24 Now

নয়াদিল্লি: হাতে আর কয়েক ঘণ্টা মাত্র। তার মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। আইপিএল ২০২৪’র জন্য কাদের ধরে রাখবে ও কাদের ছেড়ে দেবে তা জানিয়ে দিতে হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, দলের অভিজ্ঞ অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে দুরন্ত ওপেনার পৃথ্বী শকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।১০.৭৫ কোটি টাকার বিনিময়ে শার্দূলকে কিনেছিল কেকেআর। যা আইপিএলের ইতিহাসে বেশ বড় ব্যয়বহুল অঙ্ক। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন তিনি। মাঝে দিল্লি ক্যাপিটালসে যান। .তারপর ২০২৩ সালে যোগ দেন কেকেআরে। তবে কেকেআরের জার্সিতে জ্বলে উঠতে পারেননি শার্দূল। গোটা সংস্করণে ১১ ইনিংসে মাত্র ১১৩ রান এসেছে তাঁর ব্যাটে। এবং হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন মাত্র একটি। এক কথায় শার্দূলের পারফরম্যান্স হতাশাজনক। তাই এবার পকেট ভারী করতে শার্দূলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বার আইপিএলে বড় চমক দিতে চলেছে কেকেআর। পরিকল্পনামাফিক সেই কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে লকি ফার্গুসনকে ছেড়ে দিতে চলেছে কলকাতার দল।

Must Read

Start typing to see posts you are looking for.