09 May, 2024
09 May, 2024

Hamas-Israel conflicet: প্রায় দু-মাস পর সাময়িক যুদ্ধবিরতি, ২৫ পণবন্দিকে মুক্তি দিল হামাস

Hamas-Israel war: পড়শি দেশগুলির মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দু-পক্ষ। এদিন সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির শর্ত মেনেই দু-পক্ষের তরফে পণবন্দিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইজরায়েলি-সহ ২৫ জন পণবন্দিকে এদিন হামাস বাহিনী মুক্তি দেওয়ার পর এবার ইজরায়েলের পালা। ইজরায়েলে বন্দি প্যালেস্তাইন নাগরিকদের মুক্তি দেওয়ার কথা ভাবছে তেল আভিভ।

By Channel 24 Now

গাজা: প্রায় দু-মাস পর অবশেষে মুক্তি। ২৫ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস (Hamas) বাহিনী। যার মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক ও ১৩ জন ইজরায়েলের নাগরিক। শুক্রবার প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের (Red Cross) তরফে খবরটি জানানো হয়। পরে টুইট করে খবরটি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। মুক্ত পণবন্দিদের ফিরিয়ে আনতে দূতাবাসের আধিকারিকেরা যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, প্রথমে গাজায় পণবন্দি থাকা ১২ জন থাই নাগরিককে মুক্তি দেওয়ার খবর জানায় হামাস বাহিনী। তারপর আরও ১৩ জন ইজরায়েলিকে মুক্তি দেওয়ার খবর জানা যায়। বিনা শর্তেই সকলকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। তারপর রেড ক্রসের সদস্যরা পণবন্দিদের নিয়ে গাজা-মিশর সীমান্ত বরাবর রাফার দিকে রওনা দেন। অন্যদিকে, দু-মাস টানা পণবন্দি থাকার ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। তাই হামাসের হাত থেকে পর মুক্ত নাগরিকদের প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে বলে ইজরায়েল সরকারের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, ইজরায়েলি-সহ ২৫ জন পণবন্দিকে এদিন হামাস বাহিনী মুক্তি দেওয়ার পর এবার ইজরায়েলের পালা। ইজরায়েলে বন্দি প্যালেস্তাইন নাগরিকদের মুক্তি দেওয়ার কথা ভাবছে তেল আভিভ।

Must Read

Start typing to see posts you are looking for.