28 April, 2024
28 April, 2024

Uttarkashi Tunnel Collapse: আজ থেকে শুরু ম্যানুয়াল ড্রিলিং, বড়দিনের আগে দিনের আলো দেখতে পাবেন ৪১ শ্রমিক?

Rescue Operation: জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সইদ আতা হাসনইন জানান, উদ্ধারকাজ শেষ হতে আরও সময় লাগবে। অন্যদিকে আন্তর্জাতিক সুড়ঙ্গ খনন বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, খ্রিস্টমাসের মধ্যে শ্রমিকদের বের করে আনা হবে।

By Channel 24 Now

উত্তরকাশী: ১৪ দিন পার হয়ে গেল, এখনও সুড়ঙ্গের অন্ধকারেই আটকে ৪১ শ্রমিক। উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে আর প্রবেশ করানো হবে না অগার মেশিন। এবার ভরসা শুধু ম্যানুয়াল ড্রিলিংয়েই, অর্থাৎ শ্রমিকদের দিয়ে পাথর খনন করানো হবে। তবে এই কাজ অনেক সময়সাধ্য। কমপক্ষে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে শ্রমিকদের উদ্ধার করতে। এতদিনে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কী হবে, তা নিয়ে নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। তবে আশা ছাড়তে নারাজ সকলেই।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সইদ আতা হাসনইন জানান, উদ্ধারকাজ শেষ হতে আরও সময় লাগবে। অন্যদিকে আন্তর্জাতিক সুড়ঙ্গ খনন বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন খ্রিস্টমাসের মধ্যে শ্রমিকদের বের করে আনা হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আজ, রবিবার থেকেই ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শুরু হতে পারে। সুড়ঙ্গের ভিতর থেকে সমস্ত বড় বড় যন্ত্র গতকাল থেকেই বের করা শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আজ, রবিবার থেকেই ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শুরু হতে পারে। সুড়ঙ্গের ভিতর থেকে সমস্ত বড় বড় যন্ত্র গতকাল থেকেই বের করা শুরু হয়েছে।

Must Read

Start typing to see posts you are looking for.