10 May, 2024
10 May, 2024

TRAI DND App: স্প্যাম কলে জর্জরিত? এই TRAI অ্যাপ ডাউনলোড করে নিলেই চিরমুক্তি

TRAI একটি Do Not Disturb বা DND মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছে। দেশের মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপে গিয়ে স্প্যাম কল বা টেক্সট সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। TRAI সেক্রেটারি ভি রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপের টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করা হচ্ছে বাগ ফিক্সিংয়ের মাধ্যমে। শীঘ্রই তা সকল ভারতীয়ের জন্য নিয়ে আসা হবে বলেও তিনি যোগ করেছেন।

By Channel 24 Now

Spam Calls: স্প্যাম কলে জর্জরিত দেশের মানুষ। প্রতিদিন একপ্রকার নিয়ম করে অগুনতি ভুয়ো কল এসেই চলেছে। কখনও টেলিকম অফার, কখনও আবার ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের অফার দিয়ে চলতে থাকে স্প্যাম কলের রমরমা। দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিরক্তিকর স্প্যাম কল থেকে মানুষকে বাঁচাতে কাজ করে চলেছে। টেলিকম সংস্থাগুলির জন্য লাগু করেছে একাধিক নিয়ম। এবার তারা একটি Do Not Disturb বা DND মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছে। দেশের মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপে গিয়ে স্প্যাম কল বা টেক্সট সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। TRAI সেক্রেটারি ভি রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপের টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করা হচ্ছে বাগ ফিক্সিংয়ের মাধ্যমে। শীঘ্রই তা সকল ভারতীয়ের জন্য নিয়ে আসা হবে বলেও তিনি যোগ করেছেন।”Trai DND App: এই অ্যাপ সম্পর্কে যা জানা জরুরিTRAI এই মুহূর্তে DND অ্যাপ নিয়ে কাজ করছে, যা iOS এবং Android দুই প্ল্যাটফর্মেই চলতে পারে। যদিও এই অ্যাপ লঞ্চের কোনও নির্দিষ্ট টাইমলাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপ মানুষের ব্যবহারযোগ্য হয়ে গেলেই স্প্যাম কল ও টেক্সট উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ট্রুকলার সিইও আলান মামেদি কয়েক দিন আগে একটি ইভেন্টে জানিয়েছিলেন যে, ভারতে তাদের অ্যাপের 270 মিলিয়ন অ্যাক্টিভ ইউজ়ার রয়েছে। তাঁদের মধ্যে থেকে প্রায় 5 মিলিয়ন মানুষ প্রতিদিন স্প্যাম কলের রিপোর্ট করেন।

Must Read

Start typing to see posts you are looking for.