09 May, 2024
09 May, 2024

200% বৃদ্ধি, উৎসবের মরশুমে ব্যাপক হারে 5G ফোন বিক্রির রেকর্ড গড়ল Xiaomi

Xiaomi Latest News: গত বারের এই একই সময়ে ব্র্যান্ডটি যে পরিমাণ ব্যবসা করেছিল, চলতি বছরে তা 200 শতাংশ বেড়েছে। মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যাপক বৃদ্ধির মূলে রয়েছে সংস্থাটির 5G স্মার্টফোনের চাহিদা, যার বেশিরভাগই চলতি বছরে লঞ্চ করেছে। তার থেকেও বড় কথা হল, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Xiaomi-র 5G ফোনের দাম অপেক্ষাকৃত কম।

By Channel 24 Now

চিনা টেক জায়ান্ট Xiaomi উৎসবের মরশুমে ভারতে একপ্রকার ঝড় তুলল। দীপাবলির সময় চিনা ব্র্যান্ডটি 200% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। অর্থাৎ গত বারের এই একই সময়ে ব্র্যান্ডটি যে পরিমাণ ব্যবসা করেছিল, চলতি বছরে তা 200 শতাংশ বেড়েছে। মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যাপক বৃদ্ধির মূলে রয়েছে সংস্থাটির 5G স্মার্টফোনের চাহিদা, যার বেশিরভাগই চলতি বছরে লঞ্চ করেছে। তার থেকেও বড় কথা হল, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Xiaomi-র 5G ফোনের দাম অপেক্ষাকৃত কম।”অসামান্য এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে Xiaomi India-র প্রেসিডেন্ট মুরালিকৃষ্ণাণ বি বলছেন, “সবদিক খতিয়ে আমরা দেখতে পেলাম, গতবারের তুলনায় এবারে দিওয়ালির সময় আমাদের 5G সেলস 200 শতাংশ বেড়েছে। ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও-র দ্রুততার সঙ্গে 5G রোলআউট প্রক্রিয়া এই বিক্রিবাট্টাকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে।”তিনি আরও যোগ করে বলছেন, “5G-র সবথেকে ইউস কেস আমরা যা দেখতে পেয়েছি, তা হল বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং চাক্ষুষ করা।” যে পাঁচটি শহরে সবথেকে বেশি পরিমাণে Xiaomi 5G ফোনগুলি বিক্রি হয়েছে সেই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, আমেদাবাদ, কোঝিকোড় এবং সুরাত।

Must Read

Start typing to see posts you are looking for.