29 April, 2024
29 April, 2024

Hair Follicles: অল্প বয়সে টাক পড়লে আর অবসাদ নয়, অসাধ্য সাধন করবে 3D-প্রিন্টেড হেয়ার ফলিকল

3D-Printed Hair Follicles: বিজ্ঞানীদের মতে, চুল পড়া একটি অতি সাধারণ ব্যাধি। এই ব্যাধি মানুষের আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। ফলে অনেক মানুষ অবসাদে ভোগেন। তাই চুল পড়ার ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য়ই এই গবেষণা শুরু করা হয়েছে। বর্তমানে তার ফলাফল অভাবনীয়।

By Channel 24 Now

টাক পড়ার সমস্যা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। টাক সমস্যার সমাধানে বর্তমানে বাজারে প্রচুর ওষুধ রয়েছে। তবে ওষুধ সবসময় খুব একটা কার্যকর হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় ওষুধের ধার ধারেন না অনেকেই। এবার এই সমস্যাকে চিরতরে বিদায় জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। মার্কিন বিজ্ঞানীরা ল্যাবে সফলভাবে 3D-প্রিন্টেড হেয়ার ফলিকল (3D-printed hair follicles) তৈরি করেছেন। এতে টাক পড়ার মতো সমস্যা আর থাকবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, চুল পড়া একটি অতি সাধারণ ব্যাধি। এই ব্যাধি মানুষের আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। ফলে অনেক মানুষ অবসাদে ভোগেন। তাই চুল পড়ার ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য়ই এই গবেষণা শুরু করা হয়েছে। বর্তমানে তার ফলাফল অভাবনীয়।”3D-প্রিন্টেড হেয়ার ফলিকল কী?

Must Read

Start typing to see posts you are looking for.