28 April, 2024
28 April, 2024

Uttarkashi Tunnel operation: সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের সময়সীমা বদলাল, আর কতদিন সময় লাগবে?

Tunnel operation: শনিবার গভীর রাতেই একটি প্লাজমা কাটার এসে পৌঁছবে ঘটনাস্থলে। সুড়ঙ্গের ভিতর অগার মেশিনের যে অংশ ঢুকে রয়েছে, সেটা প্লাজমা কাটার দিয়ে বের করে আনা হবে। হায়দরাবাদ থেকে এয়ারলিফ্টে করে কাটারটি এদিন রাতে দেরাদুনে আনা হচ্ছে। সেখান থেকে সেটি গভীর রাতেই সিলকিয়ারা সুড়ঙ্গের কাছে নিয়ে আসা হবে।

By Channel 24 Now

উত্তরকাশী: ১৪ দিন কাটতে চলল। এখনও উদ্ধার করা গেল না সুড়ঙ্গে (Tunnel) আটকে থাকা শ্রমিকদের। বরং শনিবার অগার মেশিন ভেঙে পড়ায় ড্রিলিংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছে। ম্যানুয়ালি (Manually) খননকাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই সুড়ঙ্গে আটক শ্রমিকদের কবে উদ্ধার করা সম্ভব হবে, তা আর নিশ্চিত করে বলতে পারছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। অন্যদিকে, উদ্ধারকাজ খতিয়ে দেখতে এদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি.কে সিং।

Must Read

Start typing to see posts you are looking for.