10 May, 2024
10 May, 2024

লঞ্চের রাস্তা পাকা, সস্তার Odysse Vader ইলেকট্রিক বাইক আসছে ডিসেম্বরেই

Odysse Electric Vehicles ভারতে ফের একটি সস্তার ই-বাইক নিয়ে আসছে। সেই বাইকের নাম Odysse Vader। ডিসেম্বরেই এই বাইকটি দেশের বাজারে লঞ্চ করা হবে। তার ঠিক এক মাস আগেই ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি বা ICAT-এর থেকে সার্টিফিকেশন পেয়ে গিয়েছে বাইকটি। পাশাপাশিই আবার AIS-156 ব্যাটারি টেস্টিংও সফল ভাবে সম্পন্ন হয়েছে।

By Channel 24 Now

দেশে একের পর এক ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চ হয়ে চলেছে। কম দামি, বেশি দামি প্রায় প্রতিটা ক্যাটেগরিতেই দুর্দান্ত সব বিদ্যুচ্চালিত দু’চাকা যানের অপশন রয়েছে দেশে। মুম্বই-ভিত্তিক ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ Odysse Electric Vehicles ভারতে ফের একটি সস্তার ই-বাইক নিয়ে আসছে। সেই বাইকের নাম Odysse Vader। ডিসেম্বরেই এই বাইকটি দেশের বাজারে লঞ্চ করা হবে। তার ঠিক এক মাস আগেই ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি বা ICAT-এর থেকে সার্টিফিকেশন পেয়ে গিয়েছে বাইকটি। পাশাপাশিই আবার AIS-156 ব্যাটারি টেস্টিংও সফল ভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই ইলেকট্রিক বাইক এখন দেশের বাজারে আত্মপ্রকাশ করার যাবতীয় অনুমোদন পেয়ে গিয়েছে।”FAME II সাবসিডির কথা মাথায় রেখেই ডিসেম্বরে ইলেকট্রিক বাইকটি লঞ্চের পরিকল্পনা করা হচ্ছে। বাইকের দাম এখনও পর্যন্ত জানা যায়নি। সংস্থাটি জানিয়েছে, Odysse Vader ইলেকট্রিক বাইকের দাম প্রকাশ করা হবে। ইলেকট্রিক বাইকটির লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে সংস্থার সিইও নেমিন ভোহরা বলছেন, “Odysse Vader-এর জন্য ICAT সার্টিফিকেশন শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন সরবরাহ করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ। AIS-156 অনুমোদিত ব্যাটারি প্যাকটি Odysse Vaderকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম হয়েছে, শুধুমাত্র চার্জিং ক্ষমতা দিয়েই নয়, দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য একটি স্কুটারও হিসেবেও দাঁড় করাতে পেরেছে।”Odysse Vader: স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

Must Read

Start typing to see posts you are looking for.