29 April, 2024
29 April, 2024

Rat Plague: লাখ লাখ ইঁদুরের উৎপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, আবারও কি তবে মহামারীর আশঙ্কা?

Australia Mice Problem: এমন একটি দেশ আছে, যেখানে ইঁদুরের আক্রমণে মানুষকে ভয়াবহ দিন কাটাতে হচ্ছে। একটা গোটা দেশকে গিলে ফেলছে কোটি কোটি ইঁদুর। এখানে ইঁদুরের সংখ্যা এতটাই বেড়েছে যে মহামারী ছড়িয়ে পড়ছে সর্বত্র। আর মহামারী যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারে, তা করোনা কালেই প্রমাণ পেয়েছে মানুষ। কিন্তু এমনটা কেন হচ্ছে?

By Channel 24 Now

প্রকৃতিকে কেটে ছেঁটে আরও সুন্দর করার চেষ্টায় মানুষ দিনের দিনের পর দিন এই সুন্দর পৃথিবীকে নষ্ট করে চলেছে। এতে শুধুই প্রকৃতির ক্ষতি হচ্ছে তা নয়, সেই সঙ্গে মানুষের দিকে ধেয়ে আসছে একের পর এক বিপদ। বর্তমানে বিশ্বে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেটা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা আধিপত্যের জন্য ইসরাইল-গাজা যুদ্ধ। তবে এসব ছাড়াও এমন একটি দেশ আছে, যেখানে ইঁদুরের আক্রমণে মানুষকে ভয়াবহ দিন কাটাতে হচ্ছে। একটা গোটা দেশকে গিলে ফেলছে কোটি কোটি ইঁদুর। এখানে ইঁদুরের সংখ্যা এতটাই বেড়েছে যে মহামারী ছড়িয়ে পড়ছে সর্বত্র। আর মহামারী যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারে, তা করোনা কালেই প্রমাণ পেয়েছে মানুষ। কিন্তু এমনটা কেন হচ্ছে?”ইঁদুরের মৃতদেহ জলে ভাসছে…

Must Read

Start typing to see posts you are looking for.