10 May, 2024
10 May, 2024

Scariest Creature: এটিই সমুদ্রের ভয়ঙ্করতম প্রাণী, কেটে ফেললেও লেগে যায় জোড়া; কামড়ালে শরীর হবে পঙ্গু

Bobbit Worm: এই প্রাণীটি দেখতে কিছুটা সামুদ্রিক শৈবালের মতো। তবে খুব মারাত্মক। বিজ্ঞানীদের মতে, এটি যদি একজনকে কামড়ায়, তবে তাকে পঙ্গু করে দিতে পারে। এই প্রাণীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চোখ নেই, তবুও এটি তার শিকারকে নিখুঁতভাবে লক্ষ্য করতে পারে।

By Channel 24 Now

মহাকাশ থেকে গভীর সমুদ্র, বিজ্ঞানীদের আবিষ্কার চলে সর্বত্র। আর সেই আবিষ্কার থেকেই উঠে আসে অবাক করা কিছু তথ্য। কখনও কখনও বিজ্ঞানীরা এমন কিছুর মুখোমুখি হন, যা তাদের ঘুম কেড়ে নেয়। সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণী বাস করে, যাদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাননি। তবে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে বিজ্ঞানীরা এমন এক প্রাণী খুঁজে পেয়েছেন, যাকে ‘সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী’ বলা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হল, এই প্রাণীটির নামকরণ করা হয়েছে একজন মহিলার নামে, নিজের স্বামীকে হত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন?”LadBible নামে একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাণীটির নামকরণ করা হয়েছে এক নারীর নামে, যিনি রাগের কারণে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছিলেন। মহিলার নাম লরেনা ববিট। তাই এই প্রাণীর নামও রাখা হয়েছে ববিট ওয়ার্ম (Bobbit Worm)। যদিও এই প্রাণীটিকে স্যান্ড-স্ট্রাইকারও বলা হয়, এটির একটি বৈজ্ঞানিক নামও রয়েছে। তা হল ইউনিস অ্যাফ্রোডিটোইস।

Must Read

Start typing to see posts you are looking for.