10 May, 2024
10 May, 2024

Karar Oi Louho Kopat: রহমান ভিন্ন সুরে গাইছেন বলে এত অসহিষ্ণুতার কোনও যৌক্তিকতা দেখছি না: রাজু আলাউদ্দিন

Kazi Najrul Islam: গানের সুর নিয়ে নতুন করে কাটাছেঁড়া, পরীক্ষা নিরীক্ষা করায় নেটদুনিয়ায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে। তবে ভিন্ন সুরও রয়েছে, যাঁরা নতুন এই প্রচেষ্টা নিয়ে সমালোচনার পক্ষপাতী নন। তাঁদের মধ্যেই একজন হলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। গোটা বিষয়টি কীভাবে দেখছেন তিনি?

By Channel 24 Now

শুক্রবারই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’ সিনেমা। একাত্তরের মুক্তিযুদ্ধের প্লটে নির্মিত এই সিনেমার একটি গান ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটির রিমেক করা হয়েছে। সুর বদল করা হয়েছে। এই গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। এই নজরুলগীতি নিয়ে বাঙালির মনে আলাদা ভাবাবেগ রয়েছে। গানের সুর নিয়ে নতুন করে কাটাছেঁড়া, পরীক্ষা নিরীক্ষা করায় নেটদুনিয়ায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে। তবে ভিন্ন সুরও রয়েছে, যাঁরা নতুন এই প্রচেষ্টা নিয়ে সমালোচনার পক্ষপাতী নন। তাঁদের মধ্যেই একজন হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। গোটা বিষয়টি কীভাবে দেখছেন তিনি?

এটা ঠিক যে বাঙালি হিসেবে এবং এই গানের/কবিতার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের আবেগ জড়িয়ে আছে বলে আমাদের কাছে এর ভিন্ন একটা তাৎপর্য আছে। মূল সুরের সঙ্গে আমাদের একটা বন্ধন তৈরি হয়ে আছে। আমরা এর বাইরে অন্য সুরে গাইবার কথা চিন্তাও করতে পারি না। কিন্তু অন্য ভাষী একজন সুরকার সেই একই গানে ভিন্ন সুর আরোপ করে গাইছেন বলে এত অসহিষ্ণু মনোভাবেরও কোনও যৌক্তিক কারণ আমি দেখি না। সংস্কৃতির কোনও কিংবদন্তি ব্যক্তিত্ব বা তাঁর কোনও শিল্পকর্ম আখেরে ঐতিহ্যের অংশ হয়ে যায়। আর সেই ঐতিহ্যে অধিকার তৈরি হয় পৃথিবীর যে-কারোর।

একই ভাবে যখন কোনও শিল্প জনপ্রিয় হয়ে বৃহত্তর জনমানসে ছড়িয়ে পড়ে, তখন প্রত্যেকের অধিকার থাকে সেটাকে নিজের মতো করে গাইবার। আপনি তাঁর সুর পছন্দ করুন বা না-ই করুন। তাছাড়া, নজরুল নিজেও তো সুরের ব্যাপারে এতটা রক্ষণশীল ছিলেন না। তাহলে এ নিয়ে এত হইচইয়ের কী আছে? এ আর রহমান নিজের মতো করে এই গানটিকে স্পর্শ করতে চেয়েছেন– আমি এতে দোষের কিছু দেখি না। আমার ভাল না লাগলে, শুনব না। তাই বলে এত নিন্দামন্দ করার কী আছে, বলুন?

Must Read

Start typing to see posts you are looking for.