10 May, 2024
10 May, 2024

Gas Geyser: শীতকালে বিদ্যুৎ ছাড়াই জল গরম করে দেবে এই গিজ়ার, দামও একেবারে সস্তা

Gas Geyser Price: আপনাকে এমন একটি গিজা়রের কথা বলা হবে, যাতে আপনি মাত্র কয়েক সেকেন্ডে গরম জল করে নিতে পারবেন। তাও আবার কোনও বিদ্যুৎ খরচ ছাড়াই। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমনটা আবার হয় নাকি! এমনই কতগুলি গ্যাস ওয়াটার গিজারের কথা জানানো হবে। গ্যাস গিজার জল গরম করার জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করে।

By Channel 24 Now

শীত আসতে না আসতেই গিজার ব্যবহার শুরু হয়ে যায়। তবে একটাই চিন্তা সবার মাথায় ঘোরে, তা হল ইলেকক্ট্রিক বিল। যে কোনও ইলেকট্রনিক জিনিসই কাজকে সহজ করে দেয়। কিন্তু সেই সঙ্গে বিদ্যুৎ খরচও হয়। তবে আপনাকে এমন একটি গিজা়রের কথা বলা হবে, যাতে আপনি মাত্র কয়েক সেকেন্ডে গরম জল করে নিতে পারবেন। তাও আবার কোনও বিদ্যুৎ খরচ ছাড়াই। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমনটা আবার হয় নাকি! এমনই কতগুলি গ্যাস ওয়াটার গিজারের কথা জানানো হবে। গ্যাস গিজার জল গরম করার জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করে। এই গিজারগুলি খুব দ্রুত জলকে গরম করে দিতে পারে। তবে বৈদ্যুতিক গিজারের তুলনায় এগুলি কম শক্তিশালী। আপনি ঘরে বসে সহজেই অনলাইনে অর্ডার করতে পারবেন। অনলাইনে এই জাতীয় গিজারে অফারও পেয়ে যাবেন। অর্থাৎ আসল দামের থেকে বেশ কিছুটা কম দামেই কিনে ফেলতে পারবেন।”LONGWAY Xolo Dlx V 7 L হোয়াইট গ্যাস ওয়াটার গিজার কিনে নিতে পারেন। এই গিজ়ারটি খুব জনপ্রিয়। বিশেষ করে শীত মৌসুমে এর চাহিদা বেশি। এই গিজারের ওজনও অনেক কম। এটিতে আপনাকে অতিরিক্ত একটি তামার ট্যাঙ্কও দেওয়া হয়। এতে জল গরম করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আপনি যে কোনও কাজের জন্য জল গরম করতে এই গিজ়ার ব্যবহার করতে পারেন। গ্যাস গিজারের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, বিদ্যুৎ খরচ। সাধারণত ইলেকট্রিক গিজ়ারে অনেক টাকার বিদ্যুৎ বিল আসে। এই গ্যাস গিজ়ারে সেই চিন্তা নেই। আপনার যদি মনে হয়, আপনি ইলেকট্রিক গিজ়ার ব্য়বহার করবেন, তাহলে বাজারে বিভিন্ন কোম্পানি আছে, দাম ও পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন।এছাড়াও শাইন স্টার (Shine Star) গ্যাস গিজার কিনে নিতে পারেন। দাম মাত্র 1800 টাকা। যদিও এটি একটি চিনা কোম্পানির তৈরি পণ্য। আপনি যদি এটি কিনতে চান তবে আপনি এটি অনলাইনে অর্ডার করতে পারেন।

Must Read

Start typing to see posts you are looking for.