27 April, 2024
27 April, 2024

ভোর রাতে হরিদেবপুরের রাস্তায় তিন বৃদ্ধা, সন্দেহ পুলিশের! থানায় নিয়ে ব্যাগ খুলতেই চোখ কপালে

গত  ৩০ সেপ্টেম্বর ভোর রাতের দিকে হরিদেবপুর থানার পুলিশকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন।

By Channel 24 Now

কলকাতা: এই মুহূর্তে কলকাতা শহর এবং শহরতলিতে পুলিশের চিন্তার কারণ নতুন নতুন পদ্ধতিতে চুরি। পুলিশের হাতে এমন অনেকেই ধরা পড়ছে যাদের অতীতে অপরাধের কোনও নজির নেই। নতুন এই অপরাধীদের বেশিরভাগই আবার বয়স্ক নাগরিক। সম্প্রতি এমনই একটি দলকে জালে তুলেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার পুলিশ। গোটা ঘটনায় রীতিমতো তাজ্জব অভিজ্ঞ পুলিশ কর্তারাও৷ কারণ তিন বৃদ্ধা মিলে চুরি করতে বেরিয়েই পুলিশের হাতে ধরা পড়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

গত  ৩০ সেপ্টেম্বর ভোর রাতের দিকে হরিদেবপুর থানার পুলিশকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় তিনজন বয়স্ক মহিলাকে রাস্তায় হাঁটতে দেখে রীতিমতো অবাক হয়ে যান পুলিশকর্মীরা। ওই তিন বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের গতিবিধি জানার চেষ্টা করে৷ কিন্তু অসংলগ্ন জবাব দিতে থাকে তিন বৃদ্ধা৷ পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই তিন বৃদ্ধার মধ্যে দু জনের বাড়ি বজবজ এলাকায়।একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কুলপি থানার লক্ষীকান্ত পুর এলাকায়।

আরও পড়ুন: 
গভীর রাতে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ১, আহত ৪

Must Read

Start typing to see posts you are looking for.