10 May, 2024
10 May, 2024

আপনার স্মার্টওয়াচে এসে গেল WhatsApp-এর এই জরুরি 7 ফিচার

WhatsApp On Android Smartwatches: আপনার কাছে যদি Samsung Galaxy স্মার্টওয়াচ থাকে, তাহলে তো WhatsApp অতি অবশ্যই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে সব স্মার্টওয়াচ Wear OS প্ল্যাটফর্মে চলে, সেগুলি থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। সেখানেই এবার হোয়াটসঅ্যাপের জরুরি কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। কিন্তু স্মার্টওয়াচ থেকে হোয়াটসঅ্যাপের সমস্ত ফিচার আপনি ব্যবহার করতে পারবেন না।

By Channel 24 Now

এতদিন WhatsApp আপনি স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ব্যবহার করতেন। এখন আপনি স্মার্টওয়াচ থেকেও WhatsApp ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ থেকেই হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন আপনি। যদিও এই মুহূর্তের সব অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে এহেন ফিচারটি নেই। আপনার কাছে যদি Samsung Galaxy স্মার্টওয়াচ থাকে, তাহলে তো WhatsApp অতি অবশ্যই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে সব স্মার্টওয়াচ Wear OS প্ল্যাটফর্মে চলে, সেগুলি থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। সেখানেই এবার হোয়াটসঅ্যাপের জরুরি কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। কিন্তু স্মার্টওয়াচ থেকে হোয়াটসঅ্যাপের সমস্ত ফিচার আপনি ব্যবহার করতে পারবেন না। গুটিকয়েক হোয়াটসঅ্যাপ ফিচারই হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহার করা যেতে পারে। সেগুলিই একবার দেখে নিন –”স্মার্টওয়াচ থেকে ব্যবহার করতে পারবেন এই সব WhatsApp ফিচার1) যে কয়েকটি হোয়াটসঅ্যাপ ফিচার আপনি স্মার্টওয়াচ থেকে ব্যবহার করতে পারবেন, তার মধ্যে অন্যতম হল ভয়েস মেসেজিং। স্মার্টওয়াচ থেকেই আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড, তা শেয়ার এবং Wear OS-এর দ্বারা তা শুনতেও পারবেন।

Must Read

Start typing to see posts you are looking for.