10 May, 2024
10 May, 2024

India vs Australia: গ্রিনফিল্ডে রবিবাসরীয় ম্যাচে যে সকল রেকর্ডের সামনে স্কাই-ওয়েডরা…

India vs Australia, 2nd T20: বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। এ বার দ্বিতীয় ম্যাচের ভেনু তিরুবনন্তপুরম। সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়ার লক্ষ্য অবশ্য একই। ৫ ম্যাচের টি-২০ সিরিজে আরও এগিয়ে যাওয়া। অন্যদিকে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া চাইবে রবিবারের ম্যাচ জিতে এই টি-২০ সিরিজে সমতা ফেরাতে।

By Channel 24 Now

তিরুবনন্তপুরম: রবিবারের সন্ধে জমে উঠতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচে। ঠিক এক সপ্তাহ আগে, ১৯ নভেম্বর রবিবার অজি আগ্রাসনের সামনে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া (Team India)। কোটি কোটি ভারতবাসীর সেদিন বুক ভেঙে গিয়েছিল। সপ্তাহ ঘুরেছে। আজ ফের একটা রবিবার। এ বার বিশ্বকাপ নয়। দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।এক ঝলকে হেড টু হেড – ভারত ও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে ভারত এবং অজিরা জিতেছে ১০টি ম্যাচ। এবং ১ ম্যাচ অমীমাংসিত। রবিবাসরীয় ম্যাচের আগে জেনে নিন দুই দলের ক্রিকেটাররা আজ কোন কোন রেকর্ড গড়তে পারেন—

Must Read

Start typing to see posts you are looking for.