12 May, 2024
12 May, 2024

Legends League Cricket: কুঁচকিতে ক্যাচ! এমন কাণ্ডই ঘটালেন গৌতম গম্ভীরের সতীর্থ, রইল ভিডিয়ো

Legends League Cricket unique Catch: টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্যাপিটালস নেতা গৌতম গম্ভীর। ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা। বোলিংয়ে ছিলেন শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার ইসুরা উদানা। ওভার দ্য উইকেট বল করছিলেন। স্ট্রাইকে দিলশান মুনাবিরা। বড় শট খেলতে চেয়েছিলেন। বল অনেক উচুঁতে। একটা সময় অবধি বোঝা যাচ্ছিল না, সেটি বাউন্ডারি পেরিয়ে ল্য়ান্ড করবে কিনা। অনেকটাই হাই। এরপরই প্রোটিয়া ক্রিকেটার রাস্টি থেরনের সেই ক্যাচ।

By Channel 24 Now

দেরাদুন: লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, গম্ভীর এখনও খেলা চালিয়ে যেতে পারেন আইপিএলে। ৪২ -এর বেশি বয়স হলেও তাঁর ফিটনেস এবং স্কিল যেন একই রয়ে গিয়েছে। সাদার্ন সুপারস্টার্সের বিরুদ্ধে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি গম্ভীর। তবে তাঁর দল ইন্ডিয়া ক্যাপিটাল জিতেছে। দেরাদুনে সাদার্ন সুপারস্টার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্য়াচেই গম্ভীরের সতীর্থ রাস্টি থেরন নিলেন অদ্ভূত ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে। সঙ্গে থাকছে ভিডিয়ো।টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্যাপিটালস নেতা গৌতম গম্ভীর। ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা। বোলিংয়ে ছিলেন শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার ইসুরা উদানা। ওভার দ্য উইকেট বল করছিলেন। স্ট্রাইকে দিলশান মুনাবিরা। বড় শট খেলতে চেয়েছিলেন। বল অনেক উচুঁতে। একটা সময় অবধি বোঝা যাচ্ছিল না, সেটি বাউন্ডারি পেরিয়ে ল্য়ান্ড করবে কিনা। অনেকটাই হাই। এরপরই প্রোটিয়া ক্রিকেটার রাস্টি থেরনের সেই ক্যাচ।

Must Read

Start typing to see posts you are looking for.