10 May, 2024
10 May, 2024

Message Scam: অনেকের ফোনে আসছে এই মেসেজ, ভুলেও খুলবেন না; নইলে সব লুট!

Pop Up Message Scam: গুরুগ্রামে অবস্থিত কল সেন্টার থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাংটি একটি পপআপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে একটি মেসেজ পাঠাত। আর সেই মেসেজগুলি এমনভাবে পাঠানো হত, যা দেখে মনে হত মেসেজটি কোনও সংস্থার দ্বারা পাঠানো হয়েছে। এসব মেসেজ দিয়ে তারা বিদেশিদের সঙ্গেও প্রতারণা করত।

By Channel 24 Now

আজকাল জালিয়াতির সংখ্য যেভাবে বাড়ছে, তাতে স্মার্টফোন ব্যবহার করার সময় অনেক দিকে একসঙ্গে নজর রাখতে হবে। কারণ একটি ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্মার্টফোনটি খুব ভেবেচিন্তে ব্যবহার করুন। কারন এই স্মার্টফোনের জন্যই আপনি গ্রফতার হতে পারেন। তারপর আর কী! জায়গা হবে জেলে। সম্প্রতি, এমন একটি র‌্যাকেট ফাঁস হয়েছে এবং পুলিশ অনেককে গ্রেপ্তারও করেছে। জেনে নিন কীভাবে এই গ্যাং কাজ করছে।”কীভাবে এই স্ক্যাম করা হত?গুরুগ্রামে অবস্থিত কল সেন্টার থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাংটি একটি পপআপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে একটি মেসেজ পাঠাত। আর সেই মেসেজগুলি এমনভাবে পাঠানো হত, যা দেখে মনে হত মেসেজটি কোনও সংস্থার দ্বারা পাঠানো হয়েছে। এসব মেসেজ দিয়ে তারা বিদেশিদের সঙ্গেও প্রতারণা করত। এই ফাঁদে ফেলেছিল বহু মানুষকে। এছাড়াও, যখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুটে নেওয়া হয়।

Must Read

Start typing to see posts you are looking for.