13 May, 2024
13 May, 2024

Allergy Cough: অযথা খেতে হবে না কোনও ওষুধ, খুশখুশে কাশি দূর হবে ঘরোয়া উপায়ে

Cough And Cold: সরাসরি কাশি না-কমালেও প্রোবায়োটিক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার ফলে শরীর সমস্ত ধরনের ব্যাক্টিরিয়া বা ভাইরাস মোকাবিলা করার শক্তি অর্জন করে। আর তাই টকদই খেতে পারেন একবাটি করে।

By Channel 24 Now

শীত হোক বা গরম, যে কোনও সময় কাশি হতে পারে। ভাইরাল বা ব্যাক্টিরিয়াল ইনফেকশান, অ্যালার্জির কারণে ক্রমাগত কাশি হতে থাকে। এ সময় ঘরোয়া উপায় কাশি কমানো যায়। আর হালকা শীত পড়েই গিয়েছে , এই সময়ই কিন্তু চট করে ঠাণ্ডা লেগে যায়

Must Read

Start typing to see posts you are looking for.