10 May, 2024
10 May, 2024

গেম খেলতে ভালবাসেন? IQOO আপনাকে 6 মাসে 10 লাখ টাকা দেবে

iQOO Chief Gaming Officer Contest: iQOO-র সেই চিফ গেমিং অফিসার ছয় মাসে বেতন হিসেবে পেয়ে যাবেন 10 লাখ টাকা। iQOO-র এই অফারটি লুফে নিতে পারেন কেবল কম বয়সী গেমাররাই, যাঁদের বয়স 25 বছরের মধ্যে। কীভাবে এই কাজের জন্য আবেদন জানাবেন, সেই সব তথ্য জেনে নিন।

By Channel 24 Now

Gaming Job: আপনি কি গেমিং উৎসাহী? শুধু খেলতে ভালবাসলেই হবে না। গেম নিয়ে যথেষ্ট পরিমাণে উৎসাহ-উদ্দীপনা থাকতে হবে। বাজারে কোন গেম আসছে, তার ইউজার ইন্টারফেস কীরকম, এই সব কিছু নিয়েও খবর রাখতে হবে। আর সেই সব কিছু যদি আপনার নখদর্পণে থাকে, তাহলে মোটা টাকা বেতনের চাকরি পেয়ে যেতে পারেন। কনজ়িউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড iQOO একজন সেরকমই গেমিং উৎসাহীর খোঁজ করছে, যাঁকে তারা কোম্পানির চিফ গেমিং অফিসার (CGO)-র পদে বসাতে পারবে। iQOO-র সেই চিফ গেমিং অফিসার ছয় মাসে বেতন হিসেবে পেয়ে যাবেন 10 লাখ টাকা। iQOO-র এই অফারটি লুফে নিতে পারেন কেবল কম বয়সী গেমাররাই, যাঁদের বয়স 25 বছরের মধ্যে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, যে সব আবেদনকারীদের বাছাই করা হবে, তাঁরা iQOO-র সঙ্গে কাজ করে সেরার সেরা মোবাইল গেমিং তৈরি করবেন এবং দেশের গেমারদের ইস্পোর্টস অভিজ্ঞতাও চমৎকার করবেন।”iQOO CGO Contest: কারা অংশগ্রহণ করতে পারবেন?iQOO-র এই চিফ গেমিং অফিসারের কনটেস্টে অংশ নিতে গেলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি –

Must Read

Start typing to see posts you are looking for.