10 May, 2024
10 May, 2024

Fly Trap Machine: ঘরে মাছির উৎপাত রুখতে কিনে আনুন এই মেশিন, খরচ 500 টাকারও কম

Fly Trap Gadgets: মশা মারার অনেক মেশিন, ধূপ এসব রয়েছে। কিন্তু মাছিকেও কাবু করতে পারে এই গ্যাজেট। শীতের মরসুমে মাছির উৎপাত অনেককেই সহ্য করতে হয়। বিশেষ করে রান্নাঘরে। আর তা থেকে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তারপরে তো রোগের মুখে পড়তেই হয়।

By Channel 24 Now

আজকাল গ্যাজেটের শেষ নেই। সব কাজকেই সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের গ্যাজেট রয়েছে। তেমনই একটি নতুন গ্যাজেটের খোঁজ আপনাকে দেওয়া হবে। তার ব্যবহার জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মশা মারার অনেক মেশিন, ধূপ এসব রয়েছে। কিন্তু মাছিকেও কাবু করতে পারে এই গ্যাজেট। শীতের মরসুমে মাছির উৎপাত অনেককেই সহ্য করতে হয়। বিশেষ করে রান্নাঘরে। আর তা থেকে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তারপরে তো রোগের মুখে পড়তেই হয়। যদিও মশা, মাছি তাড়ানোর জন্য বাজারে অনেক ধরনের মেশিন ও ওষুধ পাওয়া যায়। কিন্তু সেই সব ওষুধে তেমন একটা কাজ হতে চায় না। তাই আপনাক মশা মাছির উৎপাত থেকে বাঁচাতে পারে এই মেশিন।”কীভাবে এই মেশিন কাজ করে?মেশিনটি হল একটি ফ্লাই ট্র্যাপ মেশিন Fly Trap Machine। ফ্লাই ট্র্যাপ মেশিনে আল্ট্রাভায়োলেট টিউব থাকে, যা মাছি এবং মশাকে আকর্ষণ করে। টিউবের কাছে মাছি আসে এবং তারপর বৈদ্যুতিক শক লেগে পুড়ে মারা যায়। ভাবছেন তো, কীভাবে ফ্লাই ট্র্যাপ মেশিন ব্যবহার করবেন? ফ্লাই ট্র্যাপ মেশিন ব্যবহার করা খুবই সহজ। মেশিনটি এমন জায়গায় রাখুন যেখান থেকে মাছি আসছে। মেশিন চালু করুন। আলোয় আকৃষ্ট হয়ে মাছিগুলো মেশিনের কাছাকাছি চলে যাবে।

Must Read

Start typing to see posts you are looking for.