29 April, 2024
29 April, 2024

Afghan Women: রাষ্ট্রসঙ্ঘে কাজ করতে পারবেন না আফগান মহিলারা, আরও এক নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের

২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর থেকে আফগান মহিলাদের উচ্চ শিক্ষা এবং বেসরকারি চাকরিতে বিধি-নিষেধ আরোপ করেছে। পাল্টা নির্দেশিকা জারি করেছে রাষ্ট্রসঙ্ঘ।

By Channel 24 Now

কাবুল: ক্ষমতায় আসার পরই আফগান মেয়েদের পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান। পরে যদিও ঘরে-বাইরে চাপের জেরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। এবার রাষ্ট্রসঙ্ঘে আফগান মহিলাদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার। ইতিমধ্যে এই বিষয়ে তালিবান সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এটি আভ্যন্তরীণ সিদ্ধান্ত জানিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, “সব পক্ষের তরফে এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।”

রাষ্ট্রসঙ্ঘে আফগান মহিলাদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি জানিয়ে বিবৃতিও দিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, “রাষ্ট্রসঙ্ঘের কাজে বাধা সৃষ্টি করতে চায় না ইসলামি রাষ্ট্র। বরং এটা স্পষ্ট করতে চায় যে, এটি আফগানিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা, সব পক্ষের এই সিদ্ধান্তে সম্মান জানানো উচিত।”

প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর থেকে আফগান মহিলাদের উপর অনেকগুলি বিধি-নিষেধ আরোপ করেছে। যার মধ্যে রয়েছে উচ্চ শিক্ষা এবং বেসরকারি চাকরিতে মহিলাদের নিষিদ্ধ করা। তারপর গত মঙ্গলবারই রাষ্ট্রসঙ্ঘ বলেছে যে, জোর করে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের অধীনে ‘বেআইনি’।

Must Read

Start typing to see posts you are looking for.