11 May, 2024
11 May, 2024

Crime News: গায়েব ৪৬ হাজার টাকা! আধারের বায়োমেট্রিক জালিয়াতির শিকার মহেশতলার ব্যক্তি

Crime News: কয়েকদিন ধরেই শহর থেকে জেলা উঠে আসছে একই অভিযোগ, আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন জমানো টাকা

By Channel 24 Now

কলকাতা: আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন জালিয়াতির কবলে ফের এক। গত কয়েকদিন ধরেই শহর থেকে জেলা উঠে আসছে একই অভিযোগ, আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন জমানো টাকা। ফের মহেশতলার বাটানগরে উঠে এল একই কায়দার অভিযোগ।

আরও পড়ুন, 
সকাল থেকে সুখবর, একের পর এক মেডেল, ফের এল সোনা-রুপো

পরবর্তীকালে মনীন্দ্র বাবু ব্যাঙ্কে যোগাযোগ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করা হয়। ব্যাঙ্ক থেকে বলা হয় আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মহেশতলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি। মনীন্দ্র বাবু জানান, তিন থেকে মাস আগে আলিপুরে জমি রেজিস্ট্রি অফিসে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন দোকানে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক ব্যবহার করেন। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন মনীন্দ্র বাবু।

সমীর মণ্ডল

Must Read

Start typing to see posts you are looking for.