27 April, 2024
27 April, 2024

Spam টেক্সটে জেরবার? রুখতে পারেন Google Message থেকেই, জেনে নিন পদ্ধতি

Google Message-এ স্প্যাম এবং ফিশিং মেসেজের সঙ্গে কীভাবে যুঝবেন সাধারণ মানুষ? তার থেকেও বড় প্রশ্ন হল, একসঙ্গে সেই মেসেজগুলিকেই বা কীভাবে ডিলিট করবেন? ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে সবার প্রথমে আপনাকে স্প্যাম মেসেজ রিপোর্ট করতে হবে। তারপরেই আপনাকে জেনে নিতে হবে, গুচ্ছের ওটিপি একসঙ্গে কীভাবে ডিলিট করবেন।

By Channel 24 Now

অনেক Android ব্যবহারকারীর জন্যই Google Message হল ডিফল্ট মেসেজিং অ্যাপ। এর ন্যূনতম এবং কার্যকরী ইউজার ইন্টারফেসের কারণে ব্যবহার করাটাও খুব সহজ। তবে গুগল মেসেজ ব্যবহার করেন বলে স্প্যাম টেক্সট থেকে নিস্তার নেই আপনার। অন্যান্য মেসেজিং অ্যাপের মতো গুগল মেসেজেও স্প্যাম টেক্সটে ভরপুর। প্রতিদিন অগুনতি স্প্যাম মেসেজ এসে যাচ্ছে, যা অনেকের ক্ষেত্রেই সমস্যার। প্রথমত, ভুলভাল মেসেজে ইনবক্সটা ভরে যায় এবং দ্বিতীয়ত তার ফলে নির্দিষ্ট একটা জরুরি মেসেজ খুঁজতে গিয়ে ব্যবহারকারীদের গোত্তা খেতে হয়।”এখন প্রশ্ন হচ্ছে, Google Message-এ স্প্যাম এবং ফিশিং মেসেজের সঙ্গে কীভাবে যুঝবেন সাধারণ মানুষ? তার থেকেও বড় প্রশ্ন হল, একসঙ্গে সেই মেসেজগুলিকেই বা কীভাবে ডিলিট করবেন? ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে সবার প্রথমে আপনাকে স্প্যাম মেসেজ রিপোর্ট করতে হবে।Google Message-এ স্প্যাম মেসেজ কীভাবে রিপোর্ট করবেন?

Must Read

Start typing to see posts you are looking for.