10 May, 2024
10 May, 2024

‘খেলা নিয়ে রাজনীতি’! রাহুলের পর এবার অখিলেশের নিশানায় মোদী

কেন লখনউতে বিশ্বকাপ ফাইনাল হলে জিতত টিম ইন্ডিয়া? জানালেন অখিলেশ। পাশাপাশি খেলা নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন মোদী সরকারের বিরুদ্ধে। রাহুলের পর এবার অখিলেশের নিশানায় মোদী।

By Channel 24 Now

বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের হার নিয়ে বিজেপিকে নিশানা করেছেন অখিলেশ যাদব। তিনি একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, যে এই ম্যাচটি যদি গুজরাটের পরিবর্তে লখনউতে অনুষ্ঠিত হত তবে টিম ইন্ডিয়া ভগবান বিষ্ণু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ পেত। এবং টিম-ইন্ডিয়া অবশ্য’ই বিশ্বকাপ ফাইনালে জয়ী হত।

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই পরাজয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি। প্রথমে সঞ্জয় রাউত এবং এখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ব্যঙ্গাত্মক সুরে এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মোদীকে ‘অপয়া’ বলেও কটাক্ষ করেছেন।

অখিলেশ যাদব বলেন, যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি যদি গুজরাটের পরিবর্তে লখনউতে খেলা হত তবে টিম ইন্ডিয়া যে কোনও পরিস্থিতিতেই জিতত। ভারতীয় দল ভগবান বিষ্ণু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ পেত।

অখিলেশ যাদব বলেন, যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি যদি গুজরাটের পরিবর্তে লখনউতে খেলা হত তবে টিম ইন্ডিয়া যে কোনও পরিস্থিতিতেই জিতত। ভারতীয় দল ভগবান বিষ্ণু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ পেত।

‘খেলা নিয়ে রাজনীতি করছে বিজেপি’

Must Read

Start typing to see posts you are looking for.