10 May, 2024
10 May, 2024

CPIM South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনায় নতুন মুখ সিপিএমের, কেন সরানো হল শমীক লাহিড়িকে?

CPIM: শমীক লাহিড়ি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পরই ঠিক হয়েছিল জেলা সম্পাদক পদে নতুন কাউকে আনা হবে। তবে মাঝে পঞ্চায়েত ভোট এসে যাওয়ায় সেই প্রক্রিয়া থমকে ছিল। ২০২২ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় কমিটির সদস্য হন শমীক। ২০১৭ সালের জানুয়ারি মাসে জেলা সম্পাদক হন শমীক।

By Channel 24 Now

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের নতুন জেলা সম্পাদক হলেন রতন বাগচী। বাদ পড়লেন শমীক লাহিড়ি। শনিবার জেলা কমিটির বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। শমীক লাহিড়ি এখন কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদমণ্ডলীর সদস্য। সঙ্গে জেলা সম্পাদকও ছিলেন। সিপিআইএম-এর বর্তমান বিধি অনুসারে তিনটি পদে একসঙ্গে থাকা যায় না। আবার কয়েকদিন আগেই গণশক্তির সম্পাদক হিসাবেও নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে তাঁর জেলা সম্পাদক পদ থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষাই ছিল।

শমীক লাহিড়ি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পরই ঠিক হয়েছিল জেলা সম্পাদক পদে নতুন কাউকে আনা হবে। তবে মাঝে পঞ্চায়েত ভোট এসে যাওয়ায় সেই প্রক্রিয়া থমকে ছিল। ২০২২ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় কমিটির সদস্য হন শমীক। ২০১৭ সালের জানুয়ারি মাসে জেলা সম্পাদক হন শমীক।

আজ শনিবার জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদাররাও। সম্পাদক হিসাবে জল্পনায় ছিল রাহুল ঘোষ ও প্রভাত চৌধুরীর নাম। কিন্তু এই দু’টি নাম নিয়ে আলোচনা হলেও দ্বন্দ্ব ছিল। সে কারণেই বিকল্প হিসাবে রতন বাগচীকে বেছে নেওয়া হয়।

দলের অন্দরেই শোনা যায়, অনেক সময় জেলার সমীকরণে গোষ্ঠী লড়াই হলে তৃতীয় নাম বেছে নেওয়ার কৌশল দীর্ঘদিন নিয়ে আসছে আলিমুদ্দিন স্ট্রিট। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় সেই কৌশলই প্রয়োগ করল আলিমুদ্দিন।

Must Read

Start typing to see posts you are looking for.