10 May, 2024
10 May, 2024

South 24 Parganas: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

Migrant Worker Death: পরিবার সূত্রে খবর, গত সোমবার অসমের করিমগঞ্জে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজে যান বছর চল্লিশের সঞ্জয়।

By Channel 24 Now

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ট্রাক চাপা পড়ে মৃত্যু হল এ রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। সাগরের কোম্পানি ছাড় এলাকার বাসিন্দা সঞ্জয় মাইতি।

ট্রাক চাপা পড়ে মৃত্যু: পরিবার সূত্রে খবর, গত সোমবার অসমের করিমগঞ্জে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজে যান বছর চল্লিশের সঞ্জয়। তিনিই ছিলেন চারজনের সংসারে একমাত্র রোজগেরে। বৃহস্পতিবার কাজ সেরে অস্থায়ী তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন সঞ্জয়। সেই সময় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর ভিতর ঢুকে পড়ে। পরিযায়ী শ্রমিককে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অসম থেকে আজই গ্রামের বাড়িতে ফিরছে কফিনবন্দি দেহ। স্বামীকে হারিয়ে দুই নাবালক সন্তান নিয়ে অথৈ জলে স্ত্রী।

পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: সেপ্টেম্বর মাসে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death) মৃত্যু হয়। যদিও খুনের অভিযোগ করেছিল পরিবার। হুগলির কোন্নগরের বাসিন্দা সুরজিৎ দাস তিন বন্ধুর সঙ্গে জম্মুর বানিহালে কাজের সন্ধানে গিয়েছিলেন। মৃতের মা অভিযোগ তোলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে ফোনে জানিয়েছিল বন্ধুরা। দেহে, মাথায় আঘাত নিয়ে প্রশ্ন করায় বন্ধুরা জানিয়েছিল, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঠিকাদার সংস্থা তড়িঘড়ি দেহ পাঠিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ ওঠে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Must Read

Start typing to see posts you are looking for.