29 April, 2024
29 April, 2024

BGMI নতুন ভার্সনের 4 গুরুত্বপূর্ণ পরিবর্তন, খেলার আগে জেনে নিন

BGMI Latest News: কম বয়সীদের কাছে এই গেম যাতে নেশার উপাদান না হয়ে যায় এবং সর্বোপরি BGMI যাতে আরও একবার ব্যান না হয়ে যায়, সেই কারণেই পরিবর্তনগুলি করা হয়েছে। Battlegrounds Mobile India-র নতুন ভার্সনে মূল যে চারটি পরিবর্তন করা হয়েছে, সেগুলি জেনে নিন।

By Channel 24 Now

BGMI ফের ভারতে এসেছে। iOS এবং Android উভয় ফোন ব্যবহারকারীরাই এই গেম খেলতে পারছেন এখন। গেমটি পুনরায় লঞ্চ করার পাশাপাশি তার একটি 2.5 আপডেটও রিলিজ়ও করেছে গেমের ডেভেলপার সংস্থা ক্রাফটন। তবে এবার ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে কিছু পরিবর্তনও করা হয়েছে। কম বয়সীদের কাছে এই গেম যাতে নেশার উপাদান না হয়ে যায় এবং সর্বোপরি BGMI যাতে আরও একবার ব্যান না হয়ে যায়, সেই কারণেই পরিবর্তনগুলি করা হয়েছে। Battlegrounds Mobile India-র নতুন ভার্সনে মূল যে চারটি পরিবর্তন করা হয়েছে, সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।”সময়সীমা বেঁধে দেওয়া হয়েছেসারা দিন দীর্ঘ সময় ধরে BGMI খেলতে পারবেন না প্লেয়াররা। সারা দিনে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ক্রাফটন জানিয়েছে, 18 বছরের কম বয়সীরা এখন থেকে এই গেমটি দিনে 3 ঘণ্টার বেশি খেলতে পারবেন না। অন্য দিকে বাকি প্লেয়াররা প্রতিদিন 6 ঘণ্টা করে খেলতে পারবেন ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। শুধু তাই নয়। অভিভাবকদের সম্মতির বিষয়টিও এবারে যোগ করা হয়েছে।

Must Read

Start typing to see posts you are looking for.