10 May, 2024
10 May, 2024

Okinawa Lite: সস্তার এই ইলেকট্রিক স্কুটারের তুঙ্গে জনপ্রিয়তা, স্পিড কম হলেও রেঞ্জ 60 Kms

Okinawa Lite ই-স্কুটারের দাম যেমন কম, তেমনই আবার তার স্পিডও কম। লো-স্পিডের এই ইলেকট্রিক স্কুটার শহর বা গ্রামের মানুষজনের প্রাত্যহিক কাজকর্মের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে এর মধ্যেই প্রমাণিত হয়েছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র 74,999 টাকা। মাত্র 2,000 টাকা খরচ করে কাস্টমাররা স্কুটারটি বুক করতে পারবেন। তবে বুকিংয়ের পর ওকিনাওয়া লাইট স্কুটারটি হাতে পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

By Channel 24 Now

আজ দেশে ইলেকট্রিক স্কুটারের রমরমা হলেও একটা সময় গুটিকয়েক কোম্পানি ছিল, যারা বিদ্যুচ্চালিত দ্বিচাকা যানের স্বপ্ন দেখিয়েছিল দেশকে। তেমনই একটি সংস্থা Okinawa। 2015 সালেই এই ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থার জন্ম হয়েছিল। একাধিক মডেল ব্র্যান্ডটির ঝুলিতে রয়েছে। কম দামি, বেশি দামি, হাই-স্পিড, হাই-রেঞ্জ, সবরকমেরই ইলেকট্রিক স্কুটার Okinawa-র কাছে রয়েছে। সংস্থার সেরকমই একটি মডেল হল Okinawa Lite। এই ই-স্কুটারের দাম যেমন কম, তেমনই আবার তার স্পিডও কম। লো-স্পিডের এই ইলেকট্রিক স্কুটার শহর বা গ্রামের মানুষজনের প্রাত্যহিক কাজকর্মের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে এর মধ্যেই প্রমাণিত হয়েছে। স্কুটারের লুক ও ডিজ়াইন থেকে শুরু করে দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।”Okinawa Lite: লুক ও ডিজ়াইনফিউচারিস্টিক ডিজ়াইন রয়েছে এই স্কুটারের। লো-স্পিড এই ই-স্কুটারটি স্লিক এবং রাউন্ডেড এজের সঙ্গে মডার্ন লুক পেয়েছে। টপ-নচ টেকনোলজি দেওয়া হয়েছে স্কুটারটিতে। আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে রয়েছে DRL ফাংশন সহযোগে LED হেডল্যাম্প, একটি ডিটাচেবল ব্যাটারি, LED উইঙ্কার্স সমেত অনন্য ব্যাকলাইট ডিজ়াইন এবং স্টাইলিশ অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল। এছাড়া পুশ স্টার্ট অন ও অফ স্কুটারটির সামগ্রিক অ্যাপিল আরও বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গেই আবার Okinawa Lite স্টাইলিশ এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সডও হয়েছে।

Must Read

Start typing to see posts you are looking for.