27 April, 2024
27 April, 2024

Hyundai Tucson Facelift এসে গেল ভারতে, নতুন কী থাকছে?

Hyundai Tucson Facelift: ডিজ়াইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজ়াইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজ়ড LED DRL। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট।

By Channel 24 Now

এক বছর হতে চলল Hyundai ভারতে তার Tucson গাড়িটি লঞ্চ করেছিল। এই গাড়ির একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এল সংস্থাটি। সেই Hyundai Tucson Facelift ভার্সনে রয়েছে একাধিক আপগ্রেড। গাড়িটির ডিজ়াইন থেকে শুরু করে ইন্টিরিয়ার, এক্সটিরিয়ার, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।”এক্সটিরিয়ারডিজ়াইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজ়াইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজ়ড LED DRL। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট। যদিও গাড়িটির মারকিউ এখনও রিয়ার প্রোফাইল প্রকাশ্যে আনেনি। তবে বাম্পার রিভাইজ় করা হয়েছে, সেই সঙ্গে আবার LED টেইলল্যাম্পও দেওয়া হয়েছে।

Must Read

Start typing to see posts you are looking for.