09 May, 2024
09 May, 2024

Weight Loss Tips After 30: ৩০-এর দোরগোড়ায় পৌঁছে বাড়ছে ওজন ও রোগের ঝুঁকি, যে ডায়েট টিপস মানলে সুস্থ থাকবেন

Diet Tips for Weight Loss: ৩০-এর পর মেটাবলিজম ধীর হয়ে যায়, যা সরাসরি হজম স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং ওজন কমানো কঠিন হয়ে পড়ে। ওজন কমানোর জন্য খাওয়া-দাওয়া কমিয়ে শরীরচর্চা করাই যথেষ্ট নয়। ৩০-এর পর দেহে যাতে পুষ্টির ঘাটতি তৈরি না হয়, তার দিকেও খেয়াল রাখতে হয়।

By Channel 24 Now

বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক গঠনও পরিবর্তন হতে থাকে। কম বয়সে ওজন কমানো যতটা সহজ হয়, ৩০-এর পর ততটাই কঠিন। তবে, অসম্ভব নয়। বিশেষ কিছু টিপস মেনে চললে ৩০-এর পরও মেদ ঝরানো সহজ হবে।

Must Read

Start typing to see posts you are looking for.