09 May, 2024
09 May, 2024

Old Black Coffin: দু’হাজার বছরের পুরনো ‘অভিশপ্ত’ কফিন খুলতেই সামনে এল নতুন ইতিহাস

2,000 Years Old Coffin: জার হাজার বছরের পুরনো কফিন। আর সেটিকে ঘিরে একটি বিশাল সমাধি ছিল। সেটিকে এবার খুলে ফেললেন এক দল প্রত্নতাত্ত্বিক। 2000 বছরের পুরনো কালো কফিন থেকে কী বেরিয়েছে, তা দেখলে আপনি চমকে উঠবেন। এমনকি খোলার সঙ্গে সঙ্গে তার ভিতরের দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁরাও।

By Channel 24 Now

‘অভিশপ্ত’ শব্দটা শুনলেই প্রথমে মাথায় আসে- ভয়, ভূত কিংবা পরিত্যক্ত কোনও জায়গা। ফলে বিশেষণটিকে কোনওভাবেই বিজ্ঞান দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। আর যা কিছুই অভিশপ্ত, সেগুলিতে সব সময়ই রহস্য খোঁজার চেষ্টা করেন বিজ্ঞানী বা প্রত্নতাত্ত্বিকরা। এবার তেমনই একটি ‘অভিশপ্ত’ সমাধির রহস্য ভেদ করতে চেয়েছিলেন এক দল প্রত্নতাত্ত্বিক। হাজার হাজার বছরের পুরনো কফিন। আর সেটিকে ঘিরে একটি বিশাল সমাধি ছিল। সেটিকে এবার খুলে ফেললেন এক দল প্রত্নতাত্ত্বিক। 2000 বছরের পুরনো কালো কফিন থেকে কী বেরিয়েছে, তা দেখলে আপনি চমকে উঠবেন। এমনকি খোলার সঙ্গে সঙ্গে তার ভিতরের দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁরাও।”মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রকের প্রত্নতাত্ত্বিকরা ‘অভিশপ্ত’ কফিন সম্পর্কে বারবার সতর্কতা জারি করলেও তা উপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এক দল প্রত্নতাত্ত্বিক। LadBible-এর রিপোর্ট অনুযায়ী, অবশেষে 2,000 বছরের পুরনো এই বিশাল কালো গ্রানাইট কফিনটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কফিন, যার দৈর্ঘ্য 2.5 মিটার (প্রায় নয় ফুট)।

Must Read

Start typing to see posts you are looking for.