27 April, 2024
27 April, 2024

Style Guideline: পেটিকোট নাকি শাড়ি শেপওয়্যার, কোনটি ব্যবহার করলে শাড়ি থাকবে আঁটসাট?

Petticoat: অধিকাংশ বাঙালি গোল কাটের শায়া পরতে পছন্দ করেন। রোজকারের শাড়ির সঙ্গে এই সায়াই বেশি ভাল লাগে। এক্ষেত্রে গোল কাটের সায়া নাকি ছ’কাটের, তা নিজেকেই ঠিক করে নিতে হবে। যদি নিতম্ব ভারীর দিকে হয়, তাহলে গোল কাটের সায়া পরাই শ্রেয়

By Channel 24 Now

সে এক সময় ছিল, যখন মেয়েরা শাড়ি পরতে পেটিকোট  ব্যবহার করতেন না। বলা ভাল প্রয়োজন পড়ত না। তবে দিন বদলেছে। প্রয়োজনের তাগিদে বেড়েছে চাহিদাও। পছন্দের শাড়ির সঙ্গে ম্যাচ করে নিজের চাহিদা মতো পেটিকোট বা সায়া কিনে নেন মহিলারা। অনেকে আবার জিন্স দিয়েও শাড়ি পরেন। শাড়ির চাহিদা আর ড্রেপিং স্টাইল এখন বদলে গিয়েছে। ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে অনেকেই শাড়ি পরছেন। এখন বাজারে অনেক রকম শাড়ি পাওয়া যায় আর তার জন্য অনেক রকম পেটিকোট থাকে। সিল্ক, সুতির শাড়ি, তাঁতের শাড়ির জন্য একরকম পেটিকোট লাগে। কিন্তু এখন অনেকেই ডিজাইনার শাড়ি পরেন আর তাই অনেক রকম পেটিকোট পাওয়া যায়। পেটিকোটের উপর নির্ভর করে সেই শাড়ি কেমন লাগবে দেখতে। আর তাই রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস

অধিকাংশ বাঙালি গোল কাটের শায়া পরতে পছন্দ করেন। রোজকারের শাড়ির সঙ্গে এই সায়াই বেশি ভাল লাগে। এক্ষেত্রে গোল কাটের সায়া নাকি ছ’কাটের, তা নিজেকেই ঠিক করে নিতে হবে। যদি নিতম্ব ভারীর দিকে হয়, তাহলে গোল কাটের সায়া পরাই শ্রেয়। আর আপনি যদি তন্বী হন, তাহলে আনারকলি স্টাইলের ঘেরওয়ালা সায়াও নিতে পারেন। এই সায়ার উপরের দিকটা চাপা এবং নিচের দিক ঘেরওয়ালা হয়। এতে কোমরের শেপ ভাল লাগে।

আগে দিদিমা-ঠাকুমারা বাড়িতে কাপড় কেটে নিজেদের পছন্দমতো সায়া বানিয়ে নিতেন। ছয় কাটের সায়া বা গোল আমব্রেলা কাটের (Umbrella Cut Petticoat) সায়ার চল বেশি ছিল। যাঁরা একটু শৌখিন ছিলেন, তাঁরা বানাতেন চিকন কাজের সায়া। শাড়ির তলায় পরা হলেও পেটিকোটের কিন্তু গুরুদায়িত্ব রয়েছে। বাড়তি মেদ লুকিয়ে ফেলা থেকে শাড়িতে সুন্দর ‘বডিশেপ’ ফুটিয়ে তোলা- এই পুরো কাজটাই কিন্তু করে সায়া। কাজেই দায়সারা ভাবে পেটিকোট কিনবেন না। কোন শাড়ির সঙ্গে কেমন পেটিকোট বাছবেন, রইল সম্পূর্ণ গাইডলাইন।

Must Read

Start typing to see posts you are looking for.