28 April, 2024
28 April, 2024

North Bengal Weather: নভেম্বরের শেষে জমিয়ে শীতের আমেজ উত্তরবঙ্গে? কেমন থাকবে আবহাওয়া?

North Bengal Weather Update : রাজ্যের উত্তরাংশের  ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। জেনে নিন, সেখানকার আবহাওয়ার হাল হকিকত

By Channel 24 Now

কলকাতা : উত্তরবঙ্গে কয়েকদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুষ্ক আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। 

দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে  রাজ্যের উত্তরাংশের  ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল –

দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশই থাকবে। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা বাড়বে। সকাল সন্ধে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে পারদ। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Must Read

Start typing to see posts you are looking for.