10 May, 2024
10 May, 2024

iQOO 12 5G লঞ্চ হচ্ছে ডিসেম্বরেই, থাকছে সবচেয়ে ফাস্ট প্রসেসর; দাম কত?

iQOO 12 5G Price: এই সিরিজের অধীনে iQOO 12 এবং iQOO 12 Pro ফোন দু'টি লঞ্চ করা যেতে পারে। তবে কোম্পানির তরফ থেকে এখনও iQOO 12 Pro স্মার্টফোন সম্পর্কে কিছু জানানো হয়নি। এটি একটি গেমিং ফোন হতে চলেছে। আপনি যদি গেমিং প্রেমী হন এবং নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে iQOO 12 সিরিজের স্মার্টফোন কিনে নিতেই পারেন।

By Channel 24 Now

iQOO-এর নতুন স্মার্টফোন iQOO 12 নিয়ে বেশ অনেকদিন ধরেই আলোচনা তুঙ্গে। এবার প্রতিক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক দিনের মধ্যেই ভারতের বাজারে পা রাখতে চলেছে কোম্পানিটি। iQOO-এর এই নতুন স্মার্টফোন iQOO 12 ভারতে 12 ডিসেম্বর লঞ্চ হবে। আর iQOO 12 সিরিজটি 7 নভেম্বর 2023-এ বিশ্বব্যাপী লঞ্চ হতে পারে। এই সিরিজের অধীনে iQOO 12 এবং iQOO 12 Pro ফোন দু’টি লঞ্চ করা যেতে পারে। তবে কোম্পানির তরফ থেকে এখনও iQOO 12 Pro স্মার্টফোন সম্পর্কে কিছু জানানো হয়নি। এটি একটি গেমিং ফোন হতে চলেছে। আপনি যদি গেমিং প্রেমী হন এবং নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে iQOO 12 সিরিজের স্মার্টফোন কিনে নিতেই পারেন। ইতিমধ্যেই iQOO 12 5G স্মার্টফোনের অনেক ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। দেখে নিন এতে বিশেষ কী দেওয়া হয়েছে।”স্পেসিফিকেশন ও ফিচার:রিপোর্ট অনুযায়ী, iQOO 12 5G স্মার্টফোনে Android 14 ভিত্তিক Funtouch OS সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়াও iQOO 12 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনটিতে 1.5k রেজোলিউশন সাপোর্ট দেওয়া হবে। এছাড়াও, ফোনটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে HDR10 Plus সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনের প্রসেসর হিসেবে এতে অক্টা-কোর 4nm Snapdragon 8 Gen 3 চিপসেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি Adreno 750 GPU সাপোর্ট সহ আসতে চলেছে। ক্যামেরা পারফরম্যান্স হিসেবে, ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়াও, 64MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এবার আসা যাক দামের প্রসঙ্গে। ভারতে ফোনটির দাম কত হতে চলেছে?

Must Read

Start typing to see posts you are looking for.