12 May, 2024
12 May, 2024

Medinipur Weather: ২ মেদিনীপুরের আকাশে অল্পবিস্তর মেঘ, দেখা মিলবে রোদেরও

Weather Forecast: পারদ নামছে। বাতাসে শিরশিরানি অনুভূতি।

By Channel 24 Now

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ রবিবার রোদ উঠলেও একটি আবছা ভাব থাকবে। সকালের দিকে আকাশে মেঘের দেখা মিলবে না। এদিন জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। রাতের দিকে আকাশে অল্পবিস্তর মেঘের দেখা পাওয়া যাবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৫ এর আশেপাশে থাকছে। রবিবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৮-৩০ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
সোমবার সকাল থেকে রোদ দেখা যাবে। পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো থাকবে। মেঘের দেখা তেমন একটা হবে না। বিকেলের দিকে আবছা থাকবে আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ৯-১০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। হাওয়ার গড় গতিবেগ ২২ -২৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৫-এর আশেপাশে থাকবে।

পশ্চিম মেদিনীপুর:
রবিবার সকালের দিকে জেলার আকাশ পরিষ্কার থাকবে। রোদের দেখা পাওয়া যাবে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৩-১৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৫২ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৩ শতাংশের কাছাকাছি থাকবে।

সোমবার সকালে দিকে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাতের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ শতাংশে।

Must Read

Start typing to see posts you are looking for.